প্রিয় চিথলিয়া ইউনিয়নবাসী, সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে ছেলেধরা সন্দেহে গণপিটুনির মত অঘটন ঘটেছে, এমনকি গনপিটুনিতে মানুষ হত্যার মতো ঘটনাও ঘটেছে। এধরণের ঘটনা থেকে সকলকে নিবৃত থাকার জন্য অনুরোধ করা হল। এবং একইসাথে গুজবে কান না দেওয়ার জন্য ও এলাকায় সন্দেহভাজন কোন ব্যাক্তিকে দেখলে সাথে সাথেই স্থানীয় প্রশাসন এবং পুলিশ বাহিনীকে অবহিত করার জন্য অনুরোধ করা হল। আইন নিজের হাতে তুলে না নেওয়ার জন্য অনুরোধ করা হল।
একইসাথে বর্তমানে ডেংগুজ্বর এর প্রভাব দেখা দিয়েছে। সকলকেই নিজের ঘর এবং আশেপাশের পরিবেশ পরিষ্কার রাখার জন্য অনুরোধ করছি। অযথা আতংকিত না হয়ে জ্বর হলে সাথে সাথেই ডাক্তারের পরামর্শ গ্রহণের জন্য অনুরোধ করছি।
ধন্যবাদান্তে,
মোঃ গিয়াস উদ্দিন
চেয়ারম্যান
০১ নং চিথলিয়া ইউনিয়ন
মিরপুর, কুষ্টিয়া।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস