Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কাবিটা

                        কাবিটা

চেয়ারম্যানের কার্যালয়

১ নং চিথলিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়

চেয়ারম্যানঃ  মোঃ গিয়াস উদ্দিন

ডাকঘরঃ চিথলিয়া, উপজেলাঃ মিরপুর, জেলাঃ কুষ্টিয়া।

**************************************************

            স্বারক সংখ্যাঃ                                             তারিখঃ ২৭/০৮/২০১৩খ্রীঃ                   

 উপস্থিত সদস্যগনের নাম(সর্বজনাব/জনাবা)-

 আলোচ্য সূচী : ১. বিগত সভার কার্যবিবরনী গঠণ ও অনুীলন ।

            ২.   RERMP-2   এর আওতায় শ্রমিক নিয়োগ বিষয়ে আলোচনা ।       

যথাসময়ে চিথলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ গিয়াস উদ্দিন আসন গ্রহন পূর্বক উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে সভার কাজ আরম্ভ করলেন।

RERMP-2এর আওতায় মহিলা শ্রমিক নিয়োগ প্রক্রিয়ার প্রচারনা : অদ্য ২২/০৮/২০১৩ ইং তারিখে উপজেলা প্রকৌশল অধিদপ্তর, মিরপুর হতে প্রেরিত পত্র মোতাবেক ২৫/০৮/২০১৩ ইং তারিখে মাইকিং এবং মেম্বারদের দ্বারা নিজ নিজ এলাকায় প্রচারনার মাধ্যমে মহিলা শ্রমিক নিয়োগের প্রচারনার কাজ করা হয় ।

RERMP-2এর আওতায় মহিলা শ্রমিক  নিয়োগ প্রক্রিয়া :২৫/০৮/২০১৩ ইং তারিখে প্রচারনার ভিক্তিতে অত্র ইউনিয়নে ২০ জন মহিলা (স্বেচ্ছাই কাজ করতে ইচ্ছুক)মহিলা শ্রমিকের আবেদন জমা পরে এবং ২৭/০৮/২০১৩ ইং তারিখে অত্র ইউপি অফিস কার্যালয়ে স্ব-শরীরে উপস্থিত হয় । পত্রে উল্লেখিত ২৭/০৮/২০১৩ ইং তারিখে ইউনিয়ন পরিষদের সেক্রেটারী ও কমিউনিটি অর্গানাইজার, সংশ্লিষ্ট উপজেলা প্রকৌশল দপ্তর, উপজেলা প্রকৌশলী এবং ইউপি চেয়ারম্যানের সমন্বয়ে নিয়োগ কমিটি গঠন হয় ।উপজেলা প্রকৌশলী কমিটির প্রধান হয়ে নিয়োগের স্বচ্ছতা নিশ্চিত করেন ।

   নিম্নোক্ত মহিলা শ্রমিকগনের প্রাথমিক ভাবে আবেদন জমা পরে :-

  

উপরোক্ত  প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হলো এবং পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য যথাযথ কতৃপক্ষের বরাবরে প্রেরনের সিদ্ধান্ত হলো।

....................................................................................................................................................................................................

     অতপর সভায় আর কোন আলোচ্য বিষয় না থাকায় সভাপতি সাহেব উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপনান্তে সভার সমাপ্তি ঘোষনা করলেন।

 

 

চেয়ারম্যানের কার্যালয়

১নং চিথলিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়

চেয়ারম্যানঃ  মোঃ গিয়াস উদ্দিন

ডাকঘরঃ চিথলিয়া, উপজেলাঃ মিরপুর, জেলাঃ কুষ্টিয়া।

**************************************************

স্বারক সংখ্যাঃ                                            তারিখঃ

 

 

 

বরাবর,

    উপজেলা প্রকৌশলী

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর

মিরপুর, কুষ্টিয়া ।

 

 

বিষয় : RERMP-2 এর আওতায় মহিলা শ্রমিক নিয়োগ প্রসঙ্গে ।

পুর্বসূত্র : স্মারক নং:-এলজিইডি/পিডি (আরইআরএমপি-২)/০৫ তারিখ ০১/০৮/২০১৩ইং

 

উপর্যূক্ত বিষয় ও পুর্বসূত্রের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, RERMP-2 এর আওতায় রাস্তাঘাট রক্ষানাবেক্ষনের লক্ষ্যে ২ বছরের জন্য দুঃস্থ মহিলা শ্রমিক নিয়োগ হয় ২৭/০৮/২০১৩ ইং তারিখে। প্রক্রিয়া সমুহ ইউনিয়ন পরিষদের সেক্রেটারী ও কমিউনিটি অর্গানাইজার, উপজেলা প্রকৌশলী ও ইউপি চেয়ারম্যানের সহযোগীতায় এবং নির্বাহী প্রকৌশলী সাহেব নিয়োগের স্বচ্ছতা নিশ্চিত করেন ।নিয়োগ সংক্রান্ত সকল নথিপত্র অত্রসাথ প্রেরিত হল ।