নিরাপত্তামূলকতথ্য
মিরপুরমডেল থানায় আপনারা সে সেবা গুলো পাবেন।
কি সেবা কিভাবে পাবেনঃ
ক্রঃ নং | সেবা সমূহ/সেবার নাম | দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারীর নাম | সেবা প্রদানের পদ্ধতি | সেবা প্রাপ্তির প্রয়োজনীয় সময় | সেবা প্রয়োজনীয় ফি/ট্যাক্স খরচ/আনুসাংগিক খরচ |
1. | সাধারন ডায়রী | ডিউটি অফিসার (D.O) | দরখাসত্ম গ্রহন করে সাধারন ডায়রী রেজিষ্ট্রারে লিপিবদ্ধকরন ও আবেদনকারীকে জি.ডি নং প্রদান | ৩০ মিনিট | - |
2. | F.I.R রেকর্ড | O.C | দরখাসত্মটি/এজাহার গ্রহন করে প্রাথমিক তথ্য বিবরনী রেজিষ্টারে লিপিবদ্ধ করন এবং তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহন | ০২ দিন | - |
3. | জন্ম নিবন্ধন | D.O | জন্ম নিবন্ধন রেজিষ্টারে লিপিবদ্ধ করন | ৩০ মিনিট | ২৫ পয়সা সরবরাহ |
4. | মৃত্যু নিবন্ধন | D.O | মৃত্যু নিবন্ধন রেজিষ্টার লিপিবদ্ধ করন। | ৩০ মিনিট | ২৫ পয়সা সরবরাহ |
5. | দিনেরাত্রে টহল পেট্রোল ও চেকপোষ্ট | A.S.I/ S.I | দিনে রাত্রে নিয়মিত টহল প্রদান ও চেকপোষ্ট স্থাপন করিয়া আইন শৃংখলা রক্ষা করা। | - | - |
6. | দঃ বিঃ ১৫৪ ধারা | A.S.I/ S.I | অনাধিকার প্রবেশের কারনে উভয়পক্ষকে স্বাক্ষী প্রমান সহ ওসির নিকট হাজির হওয়ার জন্য নোটিশ প্রদান | ০৭ দিন | - |
7. | অপমৃত্যু মামলা | O.C | অপমৃত্যু মামলা রেজিষ্টারে লিপিবদ্ধ করন | ০১ দিন | - |
8. | ওয়ারেন্ট তামিল | A.S.I/ S.I | অপরাধী ধারা ও কোর্টে চালান | - | - |
9. | নন এফ.আই.আর | D.O | অধর্তব্য মামলা নন.এফ.আই.আর রেজিষ্টারে লিপিবদ্ধ করন | ০১ দিন |
|
10. | থানা ও জেলার মানচিত্র | দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা | থানায় টানিয়ে রাখা হয়। | - | - |
11. | আগ্নেয়াস্ত্র জমা রাখা | দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা | রেজিষ্টার লিপিবদ্ধকরন ও রিসিপ প্রদান | ৩০ মিনিট | - |
12. | অপরাধ মানচিত্র | - | - | - | - |
13. | অপরাধী তালিকা প্রনয়ন | দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা | তালিকা প্রনয়ন ও উর্ধ্বতন কর্মকর্তাদের নিকট প্রেরন | - | - |
14. | মিছিল, সভা, সমাবেমের অনুমতি | D.O | রেজিষ্টারে লিপিবদ্ধ | ৩০ মিনিট | - |
15. | সরকারী আদেশ জনগনকে অবহিত করন | D.O | - | - | - |
16. | মাদকদ্রব্য উদ্ধার | A.S.I/ S.I/O.C
| মামলা গ্রহন করা | - | - |
17. | ভেরিফিকেশন রোল | S.I | - | - | - |
18. | নিরীক্ষন | S.I | - | - | - |
19. | ট্রাফিক সেবা | সকল অফিসার | - | - | - |
20. | সার্ভিস ডেলিভারী | S.D.O
| - | - | - |
সেবা এবং ধাপ সমূহঃ
০১। থানার নন.এফ.আই. আর মামলা প্রসেস ম্যাপঃ-
অভিযোগ প্রাপ্তি,
সাধারন ডায়রী,
ওসি কর্তৃক তদন্তের আদেশ,
কোর্টের আদেশের জন্য প্রতিবেদন,
নুমতি প্রাপ্তি ও তদন্ত,
প্রতিবেদন দাখিল,
কোর্ট কর্তৃক সমন জারি,
হাজির হলে জামিন অথবা জেল জরিমানা,
হাজির না হলে ওয়ারেন্ট,
ওয়ারেন্ট তামিল করে কোর্টের প্রেরণ।
০২। এফ.আই.আর মামলা
অভিযোগ প্রাপ্তি,
ওসি কর্তৃক এফআইআর ফরম পূরন,
তদন্তকারী কর্মকর্তা নিয়োগ,
তদন্তকারী কর্মকর্তা কর্তৃক তদন্ত,
আসামী গ্রেফতার,আলামত জব্দ ইত্যাদি,
তদন্তেঘটনা প্রমানিত হইলে অভিযোগপত্র/ঘটনা প্রমানিত না হইলে চূড়ান্তরিপোর্ট বিজ্ঞ আদালতে দাখিল।
সিটিজেন চার্টারঃ
০১। মিরপুরমডেল থানার সার্বিক আইন-শৃংখলা নিয়ন্ত্রন।
০২। চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, ইভটিজিং, টেন্ডারবাজী, চাঁদাবাজী, অপহরন, মাদক, খুন এর
অপরাধ রোধ করা।
০৩। মামলা তদমত্ম/বিবিধ তদমত্ম।
০৪। আসামী গ্রেফতার ও বিজ্ঞ আদালতে সোর্পদ।
০৫। মাদক দ্রব্য উদ্ধার/অবৈধ অস্ত্র উদ্ধার।
০৬। জংগী গ্রেফতার ও জংগী তৎপরতা রোধ কার্যক্রম।
০৭। নারী ও শিশু নিয়ন্ত্রন দমন আইন/২০০০(সংশোধনী/০৩) এর সংক্রামেত্ম তদমত্ম।
০৮। সরকারি গুরুত্বপূর্ন স্থাপনা/কে,পি আই রক্ষনাবেক্ষন।
০৯। সরকারি প্রতিষ্ঠানে টেন্ডার কাজে আইন-শৃংখলার সহায়তা দান।
১০। বাল্য বিবাহ রোধ যৌতুক নিরোধ সভা ও ইভটিজিং সংক্রামত্ম সভা।
১১। স্কুল কলেজ মাদ্রাসায় মত বিনিময় সভা।
১২। উপজেলা সমন্বয় মাসিক অপরাধ নিয়ন্ত্রন সভা।
১৩। স্কুল/কলেজ/মাদ্রাসার বোর্ড কর্তৃক পরীক্ষায় কেন্দ্রে আইন-শৃংখলা রক্ষা।
১৪। অপরাধ নিয়ন্ত্রনে গুরুত্বপূর্ন সড়কে/মোড়ে চেকিং ডিউটি।
১৫। গাড়ীর কাগজপত্র যাচাই এ চেকিং ডিউটি।
১৬। রাত্রীকালিন রণপাহারা/দিবা পাহারার মাধ্যমে জনগণের জানমাল নিরাপত্তা রক্ষা।
১৭। ভি.আই.পি ডিউটি।
১৮। কমিউনিটি পুলিশিং ফরম দল গঠন, মত বিনিময় সভার মাধ্যমে স্থানীয় তথ্য সংগ্রহ করে পুলিশি
তৎপরতা বৃদ্ধি করণ।
১৯। বিশেষ অভিযান পরিচালনা করিয়া মাদক দ্রব্য উদ্ধার/অস্ত্র উদ্ধার/গ্রেফতারী পরোয়ানার আসামী
গ্রেফতার/সাজা প্রাপ্ত আসামী গ্রেফতার।
২০। জাতীয় দিবসে পুলিশের কুচকাওয়াজ প্রদর্শন।
২১। জাতীয় অনুষ্ঠানে পুলিশের আইন-শৃংখলা নিয়ন্ত্রন ও পুলিশের উপস্থিতি।
২২। উপজেলা নির্বাহী কর্মকর্তার মোবাইল কোর্টে সহায়তাদান।
২৩। বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচীতে পুলিশের উপস্থিতি আইন-শৃংখলা নিয়ন্ত্রন করা।
২৪। মুক্তিযোদ্ধাদের সম্মানে রাষ্ট্রীয় সালামি প্রদর্শন।
২৫। নির্বাচন উপলক্ষ্যে আইন-শৃংখলা ডিউটি পালন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস